এনামুল কবির পলাশ, বানারীপাড়া প্রতিনিধি :-
বরিশালের বানারীপাড়ায় ৫৩ ঘন্টা পর নিখোঁজ জেলে রিয়াজের লাশ উদ্ধার।
২১ জুন মঙ্গলবার সাড়ে ৭ টার সময় বজ্রপাতে নিখোঁজ জেলের লাশ দীর্ঘ ৫৩ ঘন্টা পর ঘটনার স্থানের ২০০ মিটারের মধ্যেই ভেসে উঠে।
সৈয়দকাঠীর মাৎস্য সমিতির সেক্রেটারি সেলিম সরদার জানান, ফায়ার সার্ভিসের পাশাপাশি নিহতের পরিবারসহ সকলে ৫ টি ট্রলারে দিনরাত খুজতে থাকে। ঘটনার স্থান সহ অনেক দুর পর্যন্ত খোজাখুজির পর। আজ সন্ধ্যায় রিয়াজের লাশ ঘটনার স্থান থেকে ২০০ মিটার দুরে ভেসে উঠে। এ সময় খুজতে থাকা ট্রলার থেকে গন্ধ পেয়ে সেখানে গেলে ভাসমান অবস্থায় লাশ পাওয়া যায়। লাশের অবস্থা খারাপ ও দুর্গন্ধ হওয়ায় বেশি সময় রাখা সম্ভব নয়। তাই দ্রুত দাফনের ব্যাস্থা করা হচ্ছে।
এলাকার কয়েকজনের সাথে কথা বলে জানাগেছে, বজ্রপাত তার শরীরের আঘাত করাই মারা যাওয়ার কারন হতে পারে।
উল্লেখ্য যে, ১৯ জুন বরিবার বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়নের দিদিহার গ্রামের ওলিয়ারবাড়ি বাসিন্দা ফারুক হোসেনের বড় ছেলে রিয়াজ (১৮) নলশ্রী ট্রলার ঘাট সংলগ্ন সন্ধ্যা নদীতে মাছ ধরার সময় আনুমানিক ২:৩০ দিকে বজ্রপাতে নদীতে পড়ে যায় । এ সময় নৌকায় থাকা সিফাত কে উদ্ধার করা হলেও অপর জেলে রিয়াজকে খুজে পাওয়া যায় নি। নিখোঁজ ব্যাক্তিকে উদ্ধার করতে বরিশাল নৌ ফায়ার স্টেশনের তিন সদস্যের একটি ডুবুরি টিম এবং বানারীপাড়া ফায়ার স্টেশনের ডুবুরি সদস্যরা তাদের উদ্ধার তৎপরতা চালায়।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com