এনামুল কবির পলাশ :
বরিশালের বানারীপাড়ায় নদী খাল পেরিয়ে অবশেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাদের অবহেলায় গেটের সামনেই অটোরিক্শায় সন্তান প্রসব করেছে মুক্তা নামের এক প্রসূতি। ২৯ মে শনিবার রাত সোয়া ৯টার এ ঘটনাটি ঘটে।
ভুক্তভূগির পরিবার থেকে জানা গেছে, শনিবার সন্ধ্যার পরে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নে পিত্রালয়ে মুক্তা বেগমের প্রসব বেদনা ওঠলে স্বজনরা দ্রুত বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওয়ানা হন। দীর্ঘ ১০-১২ কিলোমিটার পর্যায় ক্রমে অটো বাইক, ট্রলারে সন্ধ্যা নদী পাড়ি দিয়ে পূনরায় অটোবাইকে চড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান ফটক পেরিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশের দ্বিতীয় ফটকে ফুটফুটে এক পুত্র সন্তান প্রসব করেন মুক্তা।
এসময় অটো চালক তার কাছে থাকা পলিথিন দিয়ে প্রসূতিকে ঘিরে পর্দা তৈরী করে দেন। উপস্থিত কয়েকজন নারী এসময় প্রসূতির সন্তান প্রসবে সহায়তা করেন। মুক্তার স্বাসী শান্ত অভিযোগ করেন হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ও নার্সসহ কেউ এগিয়ে আসেননি।
কিন্তু তারা এ অভিযোগ অস্বীকার করে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) গোপাল শীল জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশের আগে স্বাভাবিকভাবেই ওই প্রসূতি সন্তান জন্ম দিয়েছেন। মা ও নবজাতক সুস্থ আছে। পর্যবেক্ষণের জন্য তাদের হাসপাতালে রাখা হয়েছে।
কবে অভিযোগ রয়েছে, উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ৫০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে সকল অনিয়মই নিয়ম। এ হাসপাতালে প্রসূতি রোগী আসলেই স্টাফ নার্স কোন কিছু না দেখেই একবাক্যে বলে দেন রোগীর শরীরে পানি নেই বা বাচ্চা উল্টে গেছে। এমন কথা শোনার পরে রোগী ও সাথে থাকা স্বজনরা দ্রুত চিকিৎসা সেবা নিতে যান পার্শ্ববর্তী ক্লিনিকে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com