এনামুল কবির পলাশ, বানারীপাড়া প্রতিনিধিঃ-
বানারীপাড়ায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত।
১৭ এপ্রিল বানারীপাড়ার সদর ইউনিয়নের ইউনিয়ন পরিষদের হল রুমে ও সলিয়াবাকপুর ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের উদ্দ্যগে ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
‘দেশীয় মাছ রক্ষা পেলে খাদ্য, পুষ্টি দু-ই মিলে'
এ স্লোগানকে সামনে রেখে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সমাজের সকল শ্রেনী পেশার মানুষকে সচেতন ও প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানাতে উদ্ধুদ্ধকরণ সভার আয়োজন করা হয়। এতে করে সকলে ঐক্য প্রচেষ্টায় দেশীয় প্রজাতির মাছ রক্ষা করা সম্ভব হবে।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় উপ পরিচালক আনিচুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। ইউনিয়ন চেয়ারম্যানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আবুল কালাম আজাদ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী রুম্মান মিয়া, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী এনামুল কবির, মোঃ সুমন হাওলাদার, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য গন্যমান্য ব্যাক্তিবর্গ, মৎস চাষী ও জেলে সম্প্রদায়।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com