এনামুল কবির পলাশ, বানারীপাড়া প্রতিনিধি:-
বরিশালের বানারীপাড়ায় জ্বালানি তেলের দাম বাড়ায় গাড়ির ভাড়ার সাথে বেড়েছে ব্যাটারি চালিত ভ্যান ও অটো গাড়ির ভাড়া।
৭ জুলাই থেকে বেড়েছে জ্বালানি তেল ডিজেল, প্যাট্রোল, অকটেনের দাম। এতে মূল্য বৃদ্ধি পেয়েছে ডিজেল চালিত ট্রলার, গাড়ি ও প্যাট্রোল চালিত মটরসাইকেলের ভাড়া। এর সাথে সাথে অস্বাভাবিক ভাবে বাড়িয়েছে ব্যাটারি চালিত অটো গাড়ি, ভ্যান গাড়ির ভাড়া। এ সব গাড়িতে জ্বালানি তেল প্রয়োজন না হলেও ৫০- ১০০% ভাড়া বাড়ানোতে ক্ষুব্ধ এলাকায় মানুষ। প্রতিদিনই লেগে আছে তর্কাতর্কি।
গাড়ি চালকদের কাছে এ ব্যাপারে জানতে চাইলে বলেন তেলের দাম বেড়েছে তাই ভাড়া বাড়িয়েছি।
কিন্তু ব্যাটারি চালিত গাড়ির সাথে তেলে কি সম্পর্ক?
মোটরসাইকেল চালকদের সাথে কথা বলে জানাগেছে, পেট্রোলের দাম একসাথে অনেক বেড়ে গেছে তাই আমাতের বাড়তি ভাড়া ছাড়া কোন পথ নেই। কিন্তু অটো চালকরা কেন অস্বাভাবিক ভাড়া বাড়িয়েছে এটা আমরা জানি না।
এলাকার সচেতন জনগন মনে করেন ভাড়া বাড়ানোর একটা লিমিট থাকা দরকার। ৫ টাকার ভাড়া ১০ টাকা ২০ টাকার ভাড়া ৩০ টাকা হঠাৎ বিনাকারনে বাড়ানোটা ঠিক নয়। তারা ২০ টাকার ভাড়া ২৫ টাকা করলে আমরা খুশি মনেই দিয়ে দিতাম।
যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপে এ সব সমস্যার সমাধান হবে আশাবাদী এলাকার জনগন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com