এনামুল কবির পলাশ, বানারীপাড়া প্রতিনিধি:-
বরিশালের বানারীপাড়ায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায়
জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্য উপকরন বিতরন করা হয়েছে।
৯ জুন সকাল ১১ টার সময় উপজেলা পরিষদের হল রুম প্রঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা সভাপতিত্বে জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরন হিসেবে ছাগল, খোয়ার, খাদ্য ও ঔষধ বিতরন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা মুনতাকিম লস্কর কায়েস।
এ সময় উপস্থিত ছিলেন গননাকারী প্রসঞ্জিত বড়াল, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী এনামুল কবির, সুমন হাওলাদার। গোপালগঞ্জ মৎস্য চাষী সমিতির বানারীপাড়া শাখার সভাপতি হাফিজুর রহমান , মৎস্য চাষী সমিতি ( এসডিএফ) সভাপতি আঃ ছালাম।
দেশীয় প্রজাতির মাছ রক্ষায় প্রজনন মৌসুমে ডিম ওয়ালা মাছ ও পোনা মাছ ধংস্য রোধ করতে নিষিদ্ধ কালীন সময়ে জেলেদের বসে না থাকতে হয় তাই এ বিকল্প কর্মসংস্থানের ব্যাবস্থা করা হয়েছে। এতে করে দেশীয় প্রজাতির মাছ রক্ষা পাবে বলে সকলে জানান। সকলের সহযোগিতা ও সচেতনতায় বিলুপ্ত দেশীয় প্রজাতির মাছ ফিরিয়ে আনা সম্ভব বলে সংশ্লিষ্টরা জানান।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com