এনামুল কবির পলাশ, বানারীপাড়া প্রতিনিধি:-
বরিশালের বানারীপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে ৭ দিন ব্যাপি কর্মসূচির শুভ উদ্বোধন।
"নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে ২৩ জুলাই থেকে ২৯ জুলাই "জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২" উপলক্ষ্যে ৭ দিন ব্যাপি নানান কর্মসূচি আয়োজন করা হয়েছে। এর প্রথমদিনে ব্যাপক প্রচার প্রচারনা মাধ্যমে শুরু হয়।
২৪ জুলাই সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে এক বর্নাঢ্য র্যালি এবং উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত, মৎস্য চাষীদের পুরুষ্কার প্রদান, মৎস্য সেক্টরের বর্তমান অগ্রগতির আলোচনা সভা, প্রমান্য চিত্র প্রদর্শনের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ও জাহিদ হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার, পৌর আওয়ামীলীগের সভাপতি সুব্রত লাল কুন্ড। এ সময় স্বাগত বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আল আমিন, সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরি, বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন, সাধারন সম্পাদক সুজন মোল্লা, এস মিজানুর রহমান, ফয়েজ আহমেদ শাওন, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী বিনয় ভুষন মল্লিক, মেরিন অফিসার প্রতুল জোদ্দার, গননাকারী প্রসঞ্জিত বড়াল, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী এনামুল কবির, সুমন হাওলাদার, উম্মে কাওসারী।
আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মহাসিন রেজা, মশিউর রহমান সুমন, সুমন রায়, সজল চৌধুরীসহ মৎস্যচাষী, মৎস্যজীবগন।
এ সময় বক্তারা জেলেদের অবৈধ জাল দিয়ে মাছ শিকার ও মা ইলিশ রক্ষায় জেলেদের আহব্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com