এনামুল কবির পলাশ:
বানারীপাড়ায় টাকার অভাবে চিকিৎসা করাতে না পারা অসহায় বাবার পাশে বনারীপাড়ার পুলিশ সদস্যরা।
বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের করপাড়া গ্রামের আলামিন আকনের ৩ বছর ১০ মাস বয়সের পুত্র শাহজালাল। দূর্ঘটনায় পায়ের গোড়ালির হাড় ফাক হলে বানারীপাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। চিকিৎসার জন্য প্রয়জন ৭ শত টাকা। লকডাউনে কর্মহীন বাবার কাছে ছিল না টাকা। অসহায় হয়ে বসে ছিলেন
হাসপাতালের সামনে। বরিশাল জেলার ডিআইজি এস এম আক্তারুজ্জামানের সহযোগিতায় বানারীপাড়া থানা পুলিশ দাড়ালেন পাশে। প্রয়োজনীয় চিকিৎসা করান। চিকিৎসা পেয়ে খুশি মনে বাড়ি গেলেন বাবা। এ যেন মানবতার অনন্য দৃষ্টান্ত।
শিশু টির বাবা চিকিৎসা সেবা পেয়ে বলেন, এখনো ভালো মানুষ আছে তাই আজ চিকিৎসা সেবা পেলাম।
এ ঘটনায় আবার প্রমান হলো পুলিশ জনগনের বন্ধু।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com