বানানীপাড়া প্রতিনিধি:
দূর্দান্ত প্রতারক সেই রঞ্জন মজুমদার পুলিশের বিছানো জালে অবশেষে পাকরাও হয়েছে। জানাগেছে বরিশালের বানারীপাড়া উপজেলার গ্রাহকের লাখ লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়ে যাওয়া সেবা কল্যাণ সঞ্চয় ঋণদান সমবায় সমিতির ম্যানেজার রঞ্জন মজুমদারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
চেক জালিয়াতি মামলায় ১০ লাখ টাকা জরিমানাসহ ১০ মাসের বিনাশ্রম দন্ডপ্রাপ্ত ফেরারী আসামী রঞ্জন মজুমদারকে বুধবার (২৫ জানুয়ারী) বিকালে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক জাহাঙ্গির হোসেনের নেতৃত্বে পাশ্ববর্তী স্বরূপকাঠি উপজেলার ইন্দেরহাট বাজার থেকে গ্রেফতার করা হয়।
সে বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা গ্রামের হরেন্দ্রনাথ মজুমদারের ছেলে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী প্রেসক্লাবকে জানান, ১০ লাখ টাকা জরিমানাসহ ১০ মাসের বিনাশ্রম দন্ডপ্রাপ্ত আসামী রঞ্জন মজুমদার দীর্ঘদিন পলাতক ছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। ২৬ জানুয়ারী বৃহস্পতিবার সকালে তাকে জেলহাজতে পাাঠানো হবে।
এদিকে বছরের পর বছর পালিয়ে থাকা প্রতারক রঞ্জন মজুমদার গ্রেফতার হওয়ার খবরে প্রতারণার শিকার শত শত গ্রাহক থানা চত্বরে এসে জড়ো হয়। এসময় তারা তাদের আত্মসাত কৃত টাকা ফেরত চাওয়ার পাশাপাশি রঞ্জন মজুমদারের দৃষ্টান্তমূূলক শাস্তির দাবি জানান।
তবে তাদের মনে অজানা ভিতি কাজ করছে বলেও জানান অনেক পাওনাদার। আদৌ কি তাদের কষ্টার্জিত অর্থ তারা ফেরত পাবেন।
অপরদিকে সূত্রমতে বানারীপাড়া উপজেলায় প্রায় শতাধিক সমবায় সমতি রয়েছে বর্তমানে। তাদের ওপরে নজরদারীসহ মুল মালিকের বাড়ি ও তাদের প্রতিষ্ঠানের সর্বশেষ অবস্থা কি সেই বিষয়ে তদারকি করারও দাবী উঠেছে........।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com