নিজস্ব প্রতিবেদকঃ
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে ডিজিটাল হাজিরা ব্যবস্থাপনা চালুর উদ্দ্যেগ নেয়া হয়েছে। গত ২৫/১১/২০১৯ তারিখ রোজ সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায় এর সভাপতিত্বে ডিজিটাল হাজিরা স্থাপন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ তরিকুল ইসলাম দেশের সর্ববৃহৎ আইটি প্রতিষ্ঠান নেটিজেন আইটি লিঃ এর জেলা সমন্বয়কারী মোঃ নাঈম বিশ্বাস সাথে ডিজিটাল হাজিরা ব্যবস্থাপনা বাস্তবায়নের জন্য চুক্তি স্বাক্ষর করেন। উক্ত সভায় বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় বলেন- মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ডিজিটাল হাজিরা ব্যবস্থাপনা চালুর উদ্যোগে নেয়া হয়েছে।
এ উদ্যোগের মাধ্যমে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের আগমন ও প্রস্থান ডিজিটাল হাজিরার মাধ্যমে শুরু হলো। এ সময় উপস্থিতি ছিলেন- অফিস সহকারী মোঃ এনামুল হক, মোঃ খলিলুর রহমান, মোঃ মাজহারুল ইসলাম, মোঃ হেলাল উদ্দিন, মোঃ নাসির উদ্দিন এবং নেটিজেন আইটি লিমিটেড এর বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ শামীম হাওলাদার ও মোঃ আতিকুর রহমান।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com