বাকেরগঞ্জ সংবাদদাতা :
বরিশালের বাকেরগঞ্জে স্কুলে যাবার পথে এক ছাত্রীকে উত্যক্ত করায় সাব্বির মোল্লা নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রমমাণ আদালত।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা ১১ টায় বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আবুজর মো. ইজাজুল হক বলেন, উপজেলার গারুরিয়া ইউনিয়নের কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে কয়েকজন বখাটে সারাক্ষণ দাঁড়িয়ে থাকে ও ছাত্রীদের উত্যক্ত করে এমন ঘটনা জানতে পেরে বিদ্যালয়ের সামনে উপস্থিত হয়ে সাব্বির মোল্লা নামক এক যুবককে ছাত্রীদের বিরক্ত করার কাজে লিপ্ত থাকতে দেখে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
তিনি আরও জানান, ইভ টিজিং বন্ধে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। ইভ টিজিং এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com