এর আগে মঙ্গলবার রাতে মাদরাসার পরিচালক রেদোয়ানুল কবিরের (৩১) বিরুদ্ধে বাকেরগঞ্জ থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন শিশুটির বাবা।
মামলার এজাহারের বরাত দিয়ে বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলাউদ্দিন মিলন বলেন, পাদ্রিশীবপুর মাদরাসার পরিচালক রেদোয়ানুল কবিরের বিরুদ্ধে একাধিক শিশুকে বলাৎকারের অভিযোগ রয়েছে। এক শিশুর বাবা মঙ্গলবার রাতে এসে থানায় এ ব্যাপারে মামলা দায়ের করেন। ওই মামলায় মঙ্গলবার রাতেই পাদ্রিশীবপুর মাদ্রাসার পরিচালক রেদোয়ানুল কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। রেদোয়ানুল কবিরের বিরুদ্ধে প্রাথমিকভাবে একাধিক শিশু শিক্ষার্থী বলাৎকারের সত্যতা পাওয়া গেছে।’’
বাকেরগঞ্জ থানার ওসি তদন্ত সত্য রঞ্জন খাসকেল বলেন, একাধিক শিশু তাদেরকে বলাৎকারের অভিযোগ করে। তাদের মধ্যে একটি শিশুর বাবা মামলা করেছেন। শিশুরা বলেছে রেদোয়ান একেক রাতে একেক ছাত্রকে নিয়ে ঘুমাতো এবং বলাৎকার করতো। বিগত প্রায় ছয়মাস যাবত এভাবে সে করে এসেছে।