সংবাদদাতা,বাকেরগঞ্জ : বরিশাল জেলার বাকেরগঞ্জে মাদককারবারিদের হামলায় আহত হয়েছে পাচঁজন। আহতদের মধ্য গুরুতর অবস্থায় দুজনকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশংকাজনক।
বাকেরগঞ্জের কালিগঞ্জ ,পাদ্রিশিবপুর,রঘুনাথপুরসহ বিভিন্ন এলাকায় ইয়াবাসহ মাদক ব্যবসা করে আসছে উজ্জল মুন্সী ও তার সহযোগীরা। এলাকার লোকজন দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রির প্রতিবাদ করে আসছে। মাদক বিক্রির প্রতিবাদের কারনে ১৫ মে'২১ তারিখ বেলা সাড়ে এগারটার দিকে ছোট রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ইয়াবা ব্যবসায়ী উজ্জল মুন্সী,সোহেল ও জসিমের নেতৃত্বে ১০ /১২ জনের একটি দল রাসেল খান, সাগর খান,অহিদ খান,মেহেদি খান,মাসুদ আকনের ওপর অতর্কিত হামলা চালায় এবং কুপিয়ে আহত করে। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে গুরুতর আহত রাসেল খান ও সাগর খানকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। অন্যান্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় দুর্ঘাপুরে উত্তেজনা বিরাজ করছে। এদিকে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহতদের পারিবারের লোকজন।
উল্লেখ্য,সম্প্রতি মাদকসহ আটক হয়ে উজ্জল মুন্সী কারাগারে ছিলেন। জামিনে মুক্ত হয়ে আবারো মাদক ব্যবসা করে আসছেন তার সহযোগীদের নিয়ে। এছাড়া উজ্জল মুন্সীর নামে অসংখ্য মামলা রয়েছে থানা ও আদালতে। এলাকার নিরীহ লোকজন উজ্জল মুন্সী ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবী জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com