বরিশালের বাকেরগঞ্জের পাণ্ডব নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি কাটার দায়ে তিন জনকে এক মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৯ ডিসেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক এ দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন- শামিম হাওলাদার (৩২), কারছার খান (২৯), মো. সোহেল (২৬)। তাদের বাড়ি পটুয়াখালী জেলায়।ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সরকারি আদেশ অমান্য করে বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাণ্ডব নদী থেকে মাটি ও বালু কেটে আসছিল। আর এ অভিযোগ পেয়ে অভিযানে যায় উপজেলা প্রশাসন। তখন হাতেনাতে আটক করে তিনকে কারাদণ্ডাদেশ দেয়া হয়।
বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘প্রভাবশালী একটি মহল দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রি করে আসছিল। এমন খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালাই। এ সময় তিনজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বাকেরগঞ্জ উপজেলায় কোনো প্রকার অবৈধ কাজ হতে দেয়া হবে না। অবৈধ কোনো কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ পেলেই সেখানে অভিযান চালানো হবে।’
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com