আফিপা আক্তার (২০) নামের এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে মুখ ও হাত বেঁধে পাশবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ফেসবুকে নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়লে বুধবার দুপুর দেড়টার দিকে বাউফল থানার ওসি ঘটনাস্থল কাছিপাড়া ইউনিয়নে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ওই গৃহবধূর স্বামীর নাম হৃদয় হোসেন (২২)। তিনি কুমিল্লা জেলার একটি ইটভাটায় পোড়াই মিস্ত্রির কাজ করেন।
গৃহবধূ আফিপা আক্তার জানান, শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে কয়েকজন তাকে মুখ বেঁধে কাছিপাড়া আবদুর রশিদ চুন্নু মিয়া ডিগ্রি কলেজের কাছে ও স্থানীয় মিজান মীরের বাড়ির দক্ষিণ পাশে একটি ফসলি জমিতে নিয়ে যায়। সেখানে নিয়ে তারা তার হাত বেঁধে পাশবিক নির্যাতনের চেষ্টা করে। একপর্যায়ে ব্যর্থ হয়ে শাকিল হাওলাদার তার বাম হাতের কবজিতে ধারালো ছুড়ি দিয়ে আঘাত করে।
এ ঘটনার প্রায় এক ঘণ্টা পর স্থানীয় বিজলী আক্তার নামের এক নারী তাকে ওই অবস্থা দেখতে পেয়ে ডাকচিৎকার দিলে কয়েক ব্যক্তি এসে তাকে উদ্ধার করেন। এ ঘটনা কারো কাছে প্রকাশ করলে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়। যে কারণে ভয়ে তিনি ঘটনাটি কারো কাছে প্রকাশ করেননি।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েক ব্যক্তি জানান, বিজলী নামের এক মহিলার ডাকচিৎকার শুনে আমরা ৫-৬ জন লোক তার কাছে যাই এবং তাকে হাত ও মুখ বাধা অবস্থায় দেখতে পাই। ইতোমধ্যে খবর পেয়ে অনেক লোক ভিড় জমান। আমরা তার মুখ ও হাতের বাঁধন খোলার সময় কেউ কেউ মোবাইলে এ দৃশ্য ভিডিও করেন। ওই গৃহবধূ আমাদের কিছুই জানায়নি। পরে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে বাউফল থানার ওসি আল মামুন বলেন, বুধবার দুপুরে বিষয়টি জানার পরে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই এবং গৃহবধূকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন- তাকে মুখ ও হাত বেঁধে মারধরসহ পাশবিক নির্যাতনের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com