নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী
বাউফলের নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন পরবর্তী আওয়ামী লীগ কার্যালয়সহ পরাজিত নৌকা মার্কার প্রায় অর্ধশত কর্মী সমর্থকদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে।
বিজয়ী চশমা মার্কার চেয়ারম্যান এসএম মহাসিনে কর্মী সমর্থকরা হামলা চালিয়ে ভাংচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার ভয়ে নৌকার কয়েকশ কর্মী সমর্থকরা এলাকা ছেড়েছেন।
জানা গেছে, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ওই ইউনিয়নের নির্বাচন পরবর্তী নৌকার বিদ্রোহী ও চশমা মার্কার বিজয়ী প্রার্থী এসএম মহাসিনের কর্মী সমর্থকরা আওয়ামী লীগ কার্যালয়, রামনগর তাঁতেরকাঠি মামুনের দোকান ও বসতঘর, ১নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি দুলাল মৃধার বসতঘর, একই গ্রামের মনির সিকদারের বসতঘর, রাজ্জাক মাস্টারের বসতঘর, বাজারের মালা বেগমের বসতঘর, বড় ডালিমা গ্রামের ফরহাদের বসতঘর একই গ্রামের মুজিবুল খানের বসতঘর,নুরুল হক সরদারের বসতঘর, ইয়ার খানের বসতঘর, সাংবাদিক এইচএম ফোরকানের বসতঘর, কচুয়া আনছার মেম্বারের বসতঘরসহ শতাধিক নৌকার কর্মী সমর্থকদের বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে।হামলার শিকার ওইসব গ্রামের কয়েকশ কর্মী সমর্ধক প্রান ভয়ে বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে।
এ ব্যাপারে বাউফল উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হারুন অর রশিদ বলেন,‘ বিজয়ী চশমা মার্কার চেয়ারম্যান এসএম মহাসিনের কর্মী সমর্থকরা পরাজিত নৌকা মার্কার কর্মী সমর্থকদের বাড়ি ঘরে তান্ডব চালালেও রহস্য জনক কারণে পুলিশ প্রশাসন নিরব ভূমিকা পালন করছেন।যা দুঃখজনক।’
বাউফল থানার ওসি আল মামুন বলেন,‘ এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দাখিল করেননি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com