মাহামুদ হাসান বাউফল।
প্রবল শৈত্যপ্রবাহ ও কনকনে শীতে দূর্বিষহ জীবন যাপন করছে বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের বাসিন্দা দরিদ্র লাল মিয়া হাওলাদার ।লাল মিয়ার বসত ঘরটি যেন পল্লী কবি জসিমউদদীন এর আসমানী কবিতার রসুলপুরের ভেন্না পাতার ভঙ্গুর ঘর খানিকেও হার মানায়।সরজমিনে দেখা যায় ৬০ উর্ধ্ব লালমিয়ার শীতের কষ্ট লাঘবে এক মাত্র ভরসা পাতার ঘর তাও চারপাশ পলিথিন বেষ্টিত বেড়া।গ্রামে ছোট চায়ের দোকান দিয়ে কোন রকম সংসার চালায়। তার দুই ছেলের এক ছেলে কোন খোজ খবর নেয় না,আর এক ছেলে ইটের ভাটায় কাজ করে এবং তাদেরকে দেখাশোনা করে।লাল মিয়ার এ দূর্বিষহ জীবন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমি বুড়ো মানুষ অতি দরিদ্র বলে কেউ খোজ নেয় না,শুনেছি সরকার থেকে অনেকেই ঘর পায় আমি পাইনি, এই শীতে বউ - পোলা নিয়ে কোনরকম মানবেতর জীবনযাপন করছি, বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করছি।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com