মহিউদ্দিন লিমন ,আমতলী (বরগুনা) প্রতিনিধি :
বাংলাদেশ মফম্বল সাংবাদিক সোসাইটি'র আমতলী উপজেলা কমিটি গঠিত হয়েছে। গতকাল ৩১ মে রবিবার আমতলী উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে জেলা পরিষদ ডাক বাংলোর হল রুমে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান ও কেন্দ্রীয় মহাসচিব মো: সুমন সরদার এর নির্দেশনায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোঃ সাইফুল্লাহ নাসির এর উপস্থিতিতে জেলা কমিটির আহবায়ক জিয়া উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সকলের সাথে আলোচনাক্রমে,দৈনিক ভোরের কলাম এর আমতলী উপজেলা প্রতিনিধি সাইদুর রহমান সজিব কে সভাপতি,দৈনিক আজকের নীড় এর আমতলী উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবিরকে সহ-সভাপতি,দৈনিক আলোকিত ৭১ সংবাদ এর ষ্টাফ রিপোর্টার হাওলাদার মিশকাত কে সাধারন সম্পাদক, পিএম সাজ্জাদ হোসাইন শরীফকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট আমতলী উপজেলা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- আলোকিত ভোরের বার্তা আমতলী প্রতিনিধি সাকিবুল ইসলাম সাকিবকে তথ্য, প্রকাশনা ও গবেষণা সম্পাদক,বরিশাল সময় এর আমতলী প্রতিনিধি মহিউদ্দিন লিমনকে দপ্তর সম্পাদক, দৈনিক দেশপ্রেম এর ষ্টাফ রিপোর্টার এইচ,এম দেলওয়ার কে নির্বাহী সদস্য, বিডিসি ক্রাইম নিউজের উপজেলা প্রতিনিধি হাসান হাওলাদারকে নির্বাহী সদস্য ও দৈনিক দখিনের ক্রাইম এর আমতলী প্রতিনিধি কাওসার জাহান কে নির্বাহী সদস্য।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এবং কেন্দ্রীয় মহাসচিব মো: সুমন সরদার আজ ১ জুন সোমবার বরগুনা জেলা আহবায়ক কমিটির অনুমোদন করেন এবং আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়াও সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে, গণমাধ্যম কর্মীদের অধিকার আদায়ে উক্ত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। বরগুনা জেলা আহবায়ক কমিটির সকলকে অভিনন্দন
জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com