বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ



বাংলাদেশ থেকে মাদক কে চিরতরে নির্মূল করতে হবে কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান, শরিফুনেচ্ছা মিকি
প্রকাশ: ৫ জুলাই, ২০২২, ৩:০৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাংলাদেশ থেকে মাদক কে চিরতরে নির্মূল করতে হবে কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান, শরিফুনেচ্ছা মিকি

আব্দুল্লাহ বাশার, ঝিনাইদহ:

মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ঝিনাইদহের সহযোগিতা ও কোটচাঁপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগমের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে বাংলাদেশ থেকে মাদক কে চিরতরে নির্মূল করার আহ্বান জানান উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুনেচ্ছা মিকি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে সহকারী পরিচালক গোলক মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মডেল থানার অফিসার ইনর্চাজ মইন উদ্দিন, সাবেক মুক্ত যোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা, দোড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জলিল বিশ্বাস, সাফদারপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, কুশান ইউনিয়ন চেয়ারম্যান শাহরুজ্জামান সবুজ, এলাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান খান, বলুহর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম,সাংবাদিক নজরুল ইসলাম, সাংবাদিক এস এম রায়হান, সাংবাদিক মইন উদ্দিন খান, সাংবাদিক আব্দুল্লাহ বাশার প্রমুখ। সে সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইউপি সদস্য, ইমাম পরিষদের প্রতিনিধি, প্রহিত, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ উপজেলা প্রশাসনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। সেমিনারে প্রধান অতিথি সহ বিভিন্ন বক্তরা সামাজিক ভাবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও অপব্যবহার রোধে করোনিয় বিভিন্ন বিষয় তুলে ধরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

প্রধান উপদেষ্টা : প্রফেসর শাহ্ সাজেদা ।

উপদেষ্টা সম্পাদক : সৈয়দ এহছান আলী রনি ।

সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।

যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল।

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669/01711358963

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
© বরিশাল খবর সম্পাদক মামুনুর রশীদ নোমানী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত