বরিশাল সিটি নির্বাচনে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমের ওপর ভোট কেন্দ্রে হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ। এ ঘটনায় নৌকার নেতাকর্মীরা জড়িত নয় বলেও তিনি দাবি করেছেন।
সোমবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে খায়ের আব্দুল্লাহর পক্ষে সংবাদ সম্মেলনে তার প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট আফজালুল করীম এ কথা জানান। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজালুল করীম উপস্থিত ছিলেন। আবুল খায়েরের নামে সংবাদ সম্মেলন আহ্বান করা হলেও তিনি উপস্থিত ছিলেন না।
প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট আফজালুল করীম বলেন, চরমোনাই পীর অনুসারীরা লাঠি-রামদার মহড়া দিয়ে কীভাবে নগরীতে প্রবেশ করল?
তিনি বলেন, গত ৩ দিন ধরে নানান গুজব ছড়ানো হচ্ছে। হামলাকারীরা নৌকার ব্যাচ পড়া ছিল বলে যে গুজব ছড়ানো হয়েছে সেটিও গুজবের অংশ। নগরীর মধ্যে অরাজকতা সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। ইসলামী আন্দোলনের সঙ্গে আওয়ামী লীগের অতীতে বৈরিতা ছিল না, ভবিষ্যতেও হবে না।
উল্লেখ, ভোটগ্রহণ চলাকালে সোমবার বেলা পৌনে একটার দিকে ২২ নম্বর ওয়ার্ডের ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে হামলার শিকার হয়ে রক্তাক্ত জখম হন হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি এ ঘটনার জন্য নৌকার কর্মীদের দায়ী করেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com