নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। ধারণা,সাপটির নাম কাল কেউটে। সাপটি প্রায় পাঁচ ফুট লম্বা। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে বঙ্গবন্ধু হলের পিছন থেকে সাপটি উদ্ধার করা হয়।
জানা যায়, গত দুদিন ধরে সাপটি দেখা মিলে। হলের নিচতলার পিছনে একটি গর্তে সাপটির বাসস্থান। আজ সকালের দিকে যখন হলের দেয়াল ঘেঁষে উঠেছিলো তখন একজন কর্মচারী দেখতে পায়। পরে শিক্ষার্থীরা জড়ো হয়ে যায়। দুপুরে সাপুড়েকে খবর দিলে তারা সেটি উদ্ধার করে ধরে নিয়ে যায়। সাপুড়ে জানায়, সাপটি বিষধর। কামড় দিলেই মারা যাবে তাতে কোনো সন্দেহ নেই। সাপটি যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেখানে আরেকটি ছেলে সাপ রয়েছে। ছেলে সাপটি পাওয়া যায়নি। দুই ডজন সাপের ডিমও উদ্ধার করা হয়েছে। শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রচুর ঝোপ-ঝাড় হয়ে আছে। চারপাশে অপরিচ্ছন্নতা হয়ে আছে। যেগুলোর কারণে বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব বেড়ে গেছে। এমনকি কয়েকদিন আগে মেছো বাঘের দেখা মিলে।ক্যাম্পাস অগোছালো ক্যাম্পাসে পরিণত হয়ে আছে। আমরা এখন আতঙ্কে আছি। কারণ বিষধর সাপ আরো থাকতে পারে। এগুলো অপসারণ ও পরিষ্কার করা জরুরি। এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিনের সাথে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ক্যাম্পাসটি পরিচ্ছন্ন করতে আমরা অনেক ভেবেছি ও আলোচনা করেছি। কিন্তু বর্ষার সময়ে সেটি সম্ভব হয়ে উঠছে না। তবে খুব দ্রুতই ঝোপঝাড় গুলো পরিষ্কার করা হবে। ইতোমধ্যে আমি সকল প্রভোস্টদের নির্দেশ দিয়েছি যাতে হলের চারপাশ পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com