গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে।
সোমবার দুপুর ১২টায় ববির উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন তার কার্যালয়ে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ভর্তি সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ববিতে ৬টি অনুষদের অধীনে আসন সংখ্যা ১ হাজার ৪৪০ থেকে বাড়িয়ে ১ হাজার ৪৯০ করা হয়েছে।
সোমবার দুপুর ১২টা থেকে শুরু হয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির আবেদন গ্রহণ করা হবে আগামী ২৭ অক্টোবার রাত ১২টা পর্যন্ত।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্র জানায়, ওয়েবসাইটে ভর্তির আবেদন প্রক্রিয়ার বিষয়ে দিক নির্দেশনামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যাতে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় ২০২১-২০২২ এর উর্ত্তীর্ণ শিক্ষার্থীরা অনলাইনে আবেদন প্রদ্ধতি এবং বিভিন্ন অনুষদ ও বিভাগসমূহের জন্য আরোপিত শর্তসমূহ বিস্তারিতভাবে জানতে পারবেন।
এছাড়াও এডমিশন অথবা জিএসটি ওয়েবসাইটে গিয়ে ভর্তিচ্ছুরা ভর্তি সংক্রান্ত আবেদন সম্পন্ন করতে পারবেন। গুচ্ছভুক্ত প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
তারা আরও জানায়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল এবং জীববিজ্ঞান অনুষদে আসন সংখ্যা রয়েছে ৬০০টি, সামাজিক বিজ্ঞান, কলা ও মানসিক এবং আইন অনুষদে আসন সংখ্যা ৫৯০টি এবং ব্যবসায় শিক্ষা অনুষদে আসন সংখ্যা রয়েছে ৩০০টি।
এছাড়া ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিতে জিপিএর ওপর আগের মতো এবারও কোন নম্বর থাকছে না।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com