স্টাফ রিপোর্টার: বরিশাল নগরীতে পুনরায় ইজিবাইক চলাচলে অনুমতি দেওয়া শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন। ৫ হাজার ইজিবাইক এই নগরীতে চলাচলের অনুমোদন দেওয়া হবে ঈদের আগেই। তবে প্রশিক্ষণ ছাড়া কোনো চালকই ইজিবাইক ছাড়া নামতে পারবেন না সড়কে। অনুমতি পাওয়া ইজিবাইকগুলোর চালকরা পাবেন আলাদা পোষাক।
বরিশাল নগরীতে সাবেক সিটি মেয়র শওকত হোসেন হিরণের মেয়াদকালে ২৬শ ইজিবাইক চলাচলে অনুমোদন দেওয়া হয়েছিলো। তবে পরবর্তী মেয়র আহসান হাবিব কামাল ও সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এই হলুদ রঙের ইজিবাইকগুলোর লাইসেন্স নবায়ন না করানোর কারণে নগরীতে অবৈধ হিসেবে আখ্যা পায় চার যাত্রী বহনকারি ব্যাটারিচালিত এই তিন চাকার ইজিবাইক।
ইজিবাইকের অনুমোদন না থাকায় কয়েকটি শ্রমিক সংগঠনের ব্যানারে ২৬শ ছাড়িয়ে এই হলুদ রঙের ইজিবাইকের সংখ্যা বরিশাল নগরীতে ১৫ হাজার ছাড়িয়ে যায়। এতে করে নগরীতে যানজট বেড়ে যায় ব্যাপক হারে। পুলিশের পক্ষ থেকেও বার বার পদক্ষেপ নিতে গিয়েও ব্যর্থ হতে হয়েছে বরিশালের বিভিন্ন ওয়ার্ক শপে তৈরী ইজিবাইকগুলোর বিরুদ্ধে। কেননা মহাসড়ক সহ নগরীতে চলাচল করা এসব ইজিবাইক আটক করলেই মহাসড়ক অবরোধ করে আন্দোলন করা হতো।
এমন অবস্থায় বরিশাল নগরীতে শৃঙ্খলা ফেরাতে ৫ হাজার হলুদ ইজিবাইক চলাচলের অনুমতি দেওয়ার উদ্যেগ নেয় সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ। আজ প্রথম পর্যায়ে হলুদ অটো বা অযান্ত্রিক ইজিবাইক ৩০ চালকের কাছে ব্লু বুক ও পোষাক হস্তান্তর করা হয়েছে ওয়াপদা কলোনী সংলগ্ন স্থানে এক অনুষ্ঠানের মাধ্যমে। এসব চালকদের পোষাক দেওয়ায় অবৈধ ইজিবাইক চিহ্নিত হবে। কাউকে চাঁদা দেওয়া থেকে ইজিবাইক চালকদের বিরত থাকার নির্দেশ দেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
এদিকে শিশুদের চালক হিসেবে না রাখা সহ মহাসড়কে এই ইজিবাইক না চালানোন জন্য অনুরোধ করেন মহানগর পুলিশ প্রধান সাইফুল ইসলাম।
এদিকে ব্লু বুক ও পোষাক পেয়ে খুশি অযান্ত্রিক ইজিবাইক চালকরা।
তবে এই মুহুর্তে ইজিবাইক বরিশাল নগরীতে চলাচলে লাইসেন্স দেওয়া নির্বাচনী কৌশল বলে মনে করছেন অনেকে। এই ইজিবাইক নিয়ে বাসদ বরিশালের সদস্য সচিব মনীষা চক্রবর্তী ও মেয়র সাদিক আব্দুল্লাহর দ্বন্দ্ব চলে আসছিলো। একে অপরের বিরুদ্ধে বিভিন্ন সময় নানা বক্তব্য দিতেও দেখা গিয়েছে।
মনীষার দাবী, ইজিবাইক অটো চালক ও মালিকদের ভোট বাগাতে মেয়াদের শেষ সম,যে মেয়র এই ইজিবাইকের লাইসেন্স প্রদান কার্যক্রম করছেন। তবে আগামী সিটি নির্বাচনে সাধারণ মানুষ এমন প্রতারণা ভুলবে না বলে দাবী মনীষার।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com