যাত্রী সঙ্কটে বরিশাল-ঢাকা রুটে চার লঞ্চের যাত্রা বাতিল করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মো: কবির।
তিনি বলেন, যাত্রী সঙ্কটের কারণে প্রিন্স আওলাদ, পারাবত ১৮, সুরভী ৭ ও সুন্দরবন ১১ লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাত্রা বাতিল করেছে।
শুধুমাত্র পারাবত ১১ লঞ্চ ঢাকায় যাত্রী পরিবহন করবে।
তিনি আরো বলেন, ঢাকা থেকেও শুধু শুভরাজ লঞ্চ বরিশালে যাত্রী পরিবহন করবে। এছাড়া ফারহান ৭ ঢাকা থেকে ঝালকাঠি যাবে বরিশাল ভায়া হয়ে।
এদিকে পারাবত ১১ লঞ্চে গিয়ে যাত্রী সঙ্কট দেখা গেছে। ডেক শ্রেণিতেও যাত্রী তেমন ছিল না।
লঞ্চের স্টাফ মো: সুমন জানান, ঢাকায় বিএনপির সমাবেশের কারণে ভয়ে অনেকেই এখন ঢাকা যাচ্ছেন না। যে কারণে যাত্রীর সংখ্যা খুবই কম।
অপরদিকে শুক্রবার ঝালকাঠি থেকেও কোনো লঞ্চ ঢাকার উদ্দেশে যায়নি।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুখ বলেন, সরকার বিএনপির সমাবেশ বাধাগ্রস্ত করতে নানা পন্থা নিচ্ছে। লঞ্চ বন্ধ করে দিয়েছে। তবে আমরা আগেই ঢাকা এসেছি।
সূত্র : ইউএনবি
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com