স্টাফ রিপোর্টার ।।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম খলিল ও মেহেদী হাসান-৩ কে ক্লোজড করা হয়েছে। পর্যটকদের আটকে টাকা আদায় করার অভিযোগে তাদের ক্লোজড করা হয়েছে। জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর বাংলাবাজার মোড় থেকে আমতলা পানির ট্যাংকি এলাকায় ১১ পর্যটকবাহী একটি মাইক্রোবাসে ডিবি পুলিশ পরিচয়ে এসআই ইব্রাহীম খলিল ও মেহেদী হাসান-৩ তল্লাশি চালান। এ সময় গাড়ি থেকে ৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। ওই দুই পুলিশ সদস্য পর্যটকদের কাছে এক লাখ টাকা দাবি করেন। পরে ২০ হাজার টাকায় সমঝোতা হয়। এ ঘটনায় পর্যটকদের একজন মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মৌখিকভাবে অভিযোগ করলে ফুটেজ বিশ্লেষণ করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের উপ-কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁইয়া। তিনি জানান, সোমবার (২৭ সেপ্টেম্বর) এমন ঘটনা ঘটিয়েছে বলে পরের দিন মৌখিকভাবে একটি অভিযোগ পাই। অভিযোগের ভিত্তিতে ওই এলাকার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com