বরিশাল : তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থীরা বাড়ির কাজ (হোম ওয়ার্ক) সঠিকভাবে করে না নেয়ায় অতিরিক্ত পানি পান করিয়ে শাস্তি দেয়ার অভিযোগ উঠেছে বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে।
অতিরিক্ত পানি পান করে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পরলে বিষয়টি অভিভাবকরা জানতে পারেন। পরে তারা বিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানালে আজ বুধবার অধ্যক্ষ নিজে অসুস্থ শিক্ষার্থীদের খোঁজ খবর নিতে শুরু করেন।
বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর খোন্দকার অলিউল ইসলাম বলেন, আমাদের এ বিদ্যালয়ের সভাপতি জেলা প্রশাসক। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা তাকে অবগত করেছি। এছাড়া অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের মধ্যে ৩ জন আজ ক্লাশে এসেছে। আর বাকি যে দুজন বিদ্যালয়ে আসেনি তাদের বাড়িতে ইতোমধ্যে আমি খোঁজ নিতে এসেছি।
বুধবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে তিনি জানান, একজন শিক্ষার্থীর বাড়ি হয়ে অন্যজনের বাড়িতে আমি এসে পৌঁছেছি। তারা উভয়ই সুস্থ রয়েছেন।
মামুন নামের ওই শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে ওই শিক্ষকের বিরুদ্ধে।
এ বিষয়ে অভিযুক্ত সহকারী শিক্ষক (ইংরেজি) মনোয়ারুল ইসলাম মামুন বলেন, শিক্ষার্থীদের ওইভাবে কোনো শাস্তি দেয়া বা চাপ দিয়ে পানি পান করানোর ঘটনা ঘটেনি। যারা হোমওয়ার্ক আনেনি, তাদের সঙ্গে ফান করে পানি পান করার জন্য বলা হয়েছিল। তাও আবার তাদের নিজেদের পট থেকে। কিন্তু শিক্ষার্থীরা বেশি পানি পান করে ফেলবে তাও বুঝতে পারিনি।
ফান করে অতিরিক্ত পানি পান করানোটা কতটা যুক্তিযুক্ত ছিল সে বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। তবে তিনি বলেন, যেভাবে উপস্থাপন হচ্ছে বিষয়টি সেভাবে নয়। আসলে বিষয়টি শাস্তি দেওয়ার জন্য নয়, বাচ্চাদের শাস্তি আমি কখনো দেই না, আমি ওদের সঙ্গে ফান করি।
এদিকে ভুক্তভোগী অভিভাবকরা জানান, হোমওয়ার্ক না আনার জন্য তাদের সন্তানদের এমনভাবে পানি পান করানো হয়েছে যে তাদের বমিও হয়েছে। এটা কোনো শাস্তি হতে পারে না।
অসুস্থ হয়ে পড়া এক শিক্ষার্থীর অভিভাবক শাহানাজ পারভীন বলেন, অতিরিক্ত পানি পান করতে গিয়ে আমার সন্তান এমনভাবেই অসুস্থ হয়েছে, ফলে সে আজ বিদ্যালয়ে যেতে পারেনি। তবে বিষয়টি যেনে বিদ্যালয়ের অধ্যক্ষ সকালে আমার ছেলেকে দেখতে বাসায় এসেছিলেন।
অপর এক সন্তানের অভিভাবক মাহামুদুন নবী সুমন বলেন, আমার সন্তান বর্তমানে সুস্থ থাকলেও, তাকেও ইংরেজি ক্লাসের হোমওয়ার্ক না করার অপরাধে মনোয়ারুল ইসলাম মামুন স্যার অতিরিক্ত পানি পান করতে বাধ্য করে। আমরা নির্ধারিত পটে নির্দিষ্ট পরিমাণের পানি দিয়ে দেই, কিন্তু একবারেই তার থেকে বেশি পানি পান করতে হয়েছে আমার ছেলেসহ বেশ কয়েকজন শিক্ষার্থীকে।
তিনি বলেন, শিক্ষকের ভয়ে আমার ছেলে বাসায় গিয়ে বিষয়টি বলেওনি। বুধবার সকালে অন্য একজন সন্তানের (অসুস্থ শিক্ষার্থী) বাবা (সরকারি কর্মকর্তা) যখন বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধানের কাছে অভিযোগ দিতে উদ্যত হন তখনই বিষয়টি অভিভাবকদের নজরে আসে। এরপর খোঁজ নিতে গিয়ে জানা গেছে, বেশ কয়েকজন শিক্ষার্থীকে এ ধরনের শাস্তি দিয়েছেন মামুন স্যার। এ ধরনের শাস্তি মেনে নেওয়া যায় না। আমরা চাই এটা বিচার হোক।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com