নিজস্ব প্রতিবেদক:
বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ডের কালিজিরা গ্রামে দস্যু ভাসুরের লাঠিপেটায় গুরুতর আহত হয়েছে বিধবা গৃহবধূ দোলা রানী শীল। এতে তার বাম হাতের জয়েন্টে সমস্যা সহ সারা শরীরে জখম হয়। পরে তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্ করা হয়। গত ৯ জুলাই দুপুরে এ ঘটনা ঘটে। চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে গত ১১ জুলাই বরিশাল কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দেন দোলা রানী।
ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্ নন্দিতা বলেন, আমি ও আমার মা দোলা রাণী দুপুরে খাবারের পর ঘরের মধ্যে ছিলাম। এ সময় আমার ও মায়ের মধ্যে কথা হচ্ছিল। হঠাৎ আমার বড় কাকা দিপক ও জীবন শীল ঘরের দরজা ভেঙ্গে ঢুকে আমার মাকে লাঠি দিয়ে পেটাতে থাকে। পেটাতে পেটাতে তাকে ঘরের বাইরে নিয়ে যায়। আমি বাধা দিলে আমাকেও মারধোর করে তারা। এতে কাকার স্ত্রী শীপ্লা ও তার মেয়ে স্বর্া হামলায় অংশ নেন।
আহত দোলা রানী শীল বলেন, আমার স্বামী মারা গেছে গত তিন বছর আগে। এর পর থেকেই আমার ভাসুর দিপক আমাকে ভিটাছাড়া করতে পায়তারা চালাচ্ছে। বিভিন্ন সময় আমাকে ভয়ভীতি দেখিয়েছে। অবশেষে গত ৯ জুলাই সে আমাকে মেরে ফেলতেই চেয়েছিল। আমাকে ব্যাপক পিটিয়েছে। ভিটা না ছাড়লে আবারো মারবে বলে হুমকি দিয়েছে।
অভিযুক্ত দিপক শীল অস্বীকার করে বলেন, আমি ওদের ঘরে ঝগড়ার শব্দ শুনে গিয়ে থামতে বলি। আমার হাতে ধাক্কা লেগে ব্যাথা পেতে পারে। আমি কাউকে মারিনি।
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, এসব ঘটনায় কলকাঠি নাড়ছেন একজন জনপ্রতিনিধি। তার আসকারায় দিপক গংরা দিনের পর দিন বেপরোয়া আচরণ করছে এলাকার বিভিন্ন লোকের সাথে।
বরিশাল কোতয়ালী মডেল থানার এসআই বিজয় কুমার মন্ডল বলেন, আমরা অভিযোগটি তদন্ত করছি। যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com