জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের ফলে আজ মঙ্গলবার দুপুর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়েছে রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকা। সারাদেশে যখন বিদ্যুৎ বিপর্যয় ঘটে তখন বরিশালে বিদ্যুৎ সরবরাহে সামান্য ঘাটতি দেখা দেয়। এজন্য বরিশাল নগরীর ১৯টি সরবরাহ ফিডারে পর্যায়ক্রমে এক ঘণ্টা করে লোডশেডিং করা হয়েছে বলে জানা গেছে।
ওয়েষ্টজোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. তরিকুল ইসলাম বলেন, দেশের উত্তর ও পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়ের কারণে বরিশালে সরবরাহে কিছুটা ঘাটতি দেখা দেয়। এজন্য বরিশাল নগরীর ১৯টি সরবরাহ ফিডারে পর্যায়ক্রমে এক ঘণ্টা করে লোডশেডিং করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার পর থেকে নগরীর বিভিন্ন এলাকা এক ঘণ্টার জন্য বিদ্যুতবিহীন ছিল। এরপর বিদ্যুৎ সরবরাহ আবার স্বাভাবিক হয়েছে।
বরিশাল পল্লী বিদ্যুত সমিতি-১ এর মহাব্যবস্থাপক (জিএম) প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, জেলার বাকেরগঞ্জ, মুলাদী, হিজলা, মেহেন্দিগঞ্জ ও সদর উপজেলার তিন লাখ বিশ হাজার গ্রাহক দুপুর ২টার পর লোডশেডিং এর কবলে পড়েছিলেন। তবে ১ ঘণ্টার মধ্যেই বিদ্যুৎ পেয়েছেন তারা।
বরিশাল পল্লী বিদ্যুত সমিতি-২ এর মহাব্যবস্থাপক (জিএম) মৃদুল কান্তি চাকমা বলেন, জেলার বাবুগঞ্জ, উজিরপুর, বানারীপাড়া, আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার তিন লাখ গ্রাহক দুপুর ২টার পর থেকে এক ঘণ্টার জন্য লোডশেডিং এর কবলে পড়েন।
বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুর ২টার পর শেবাচিম হাসপাতালে এক ঘণ্টা বিদ্যুৎ ছিল না। তবে, জেনারেটরের মাধ্যমে জরুরি চিকিৎসা সেবা কার্যক্রম চালানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com