বরিশালে তৃতীয় শ্রেণিতে তথ্য গড়মিল করে ভর্তি হওয়ায় ১৩২ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই।
তিনি বলেন, তৃতীয় শ্রেণিতে ভর্তিতে একাধিক জন্মনিবন্ধন ব্যবহার করে বিভিন্ন সরকারি স্কুলে ভর্তি হওয়ায় প্রথম পর্যায়ে ১৩২ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে। জন্মনিবন্ধন একের অধিক তৈরি করে একাধিক নাম ব্যবহার করে ভর্তিতে তথ্য গড়মিল করেছে তারা।
অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫১ জন, সরকারি জিলা স্কুল থেকে ৫২, সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ৪ জন, সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয়ের ৪ জন ও সরকারি শহীদ আরজু মনি মাধ্যমিক বিদ্যালয়ের ৪ জনসহ মোট ১৩২ জনের ভর্তি বাতিল করা হয়েছে। বাতিল প্রক্রিয়া চলছে।
এই বিষয়ে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবা হোসেন বলেন, তথ্য পরিবর্তন করে একাধিক ভর্তি আবেদন করায় ডিজিটাল লটারিতে সেই ভর্তিগুলো বাতিল করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com