বরিশাল খবর ডেস্কঃ বাংলাদেশ ক্ষু্দ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), শিসকে বরিশালের সহযোগিতায় বিএম কলেজ রোড বিভাগীয় গন-গ্রন্থাগার মিলানায়তনে শনিবার সকাল ৯ঃ৩০ ঘটিকায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি),ঢাকা কর্তৃক এর আয়োজনে ৫ দিন ব্যাপি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট শীর্ষক পশিক্ষন শুরু হয়েছে।
বিসিক, শিসকে বরিশালের উপ -মহাব্যবস্থাপক মো. জালিস মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) অধ্যক্ষ প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কিটির সহযোগী অনুষধ সদস্য জামিল আহমেদ, স্কিটির সহযোগী অনুষধ সদস্য ও কোর্স পরিচালক মোঃ মোফাজ্জল হোসেন, স্কিটির সহকারী অনুষধ সদস্য ও কোর্স সমন্বায়ক মোঃ মুনতাসির রহমান মামুন, বরিশাল বিসিকের কর্মকর্তাবৃন্দ।
ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠানের জন্য দক্ষ ব্যবস্থাপক সৃষ্টির লক্ষ্যে বরিশালে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণের আয়োজন করা হয়। ৫ দিনের এ প্রশিক্ষণে ৫০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন, আগামী ২৫-০৯-২০১৯ পর্যন্ত প্রশিক্ষণ চলবে, প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষনার্থীর মাঝে সদন প্রদান করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com