প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৭:০০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২২, ১২:৫১ অপরাহ্ণ
বরিশালে সাড়ে ১০ লাখ রেণু পোনাসহ আটক ৭
বরিশাল: বরিশালে গলদা চিংড়ির প্রায় ১০ লাখ ৫০ হাজার রেণু পোনাসহ ৭ জনকে আটক করেছে কোস্ট গার্ড।রোববার (৮ মে) দিবাগত রাতে অভিযান চালিয়ে রেণু পোনা জব্দসহ ৭ জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশন বরিশাল জোনের মিডিয়া কর্মকর্তা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল জানান, বরিশাল সদর উপজেলাধীন কীর্তনখোলা নদী সংলগ্ন শায়েস্তাবাদ খালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২টি নৌকায় তল্লাশি করে ১০ লাখ ৫০ হাজার পিস গলদা চিংড়ির রেণু পোনাসহ ৭ জন রেণু পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত রেণু পোনার বাজার মূল্য আনুমানিক ২১ লাখ টাকা।পরে বরিশাল সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত রেণু পোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়।
আটক রেণু পাচারকারীদের উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৫ হাজার টাকা জরিমানা করে জব্দকৃত নৌকা মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669