নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালে অটোচালক রুমান হত্যা মামলার জট উন্মোচন করেছে পুলিশ। শুক্রবার বিএমপি মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।গত ২৯শে জুন রাত ১০ টায় চাদমারী থেকে অটোচালক রুমান জমাদ্দারের অটো ভাড়ায় নিয়ে আসলাম তাঁর স্ত্রী খাদিজাকে নিয়ে শশুর বাড়ি উদ্দেশ্য রওয়ানা নিয়ে যায়। সেই রাত থেকেই নিখোজ হন অটোরিকশা চালক রুমান। দুইদিন খোঁজ না পেয়ে তাঁর খালা সুমি বেগম ১লা জুলাই থানায় সাধারণ ডায়েরি করেন। পাশাপাশি একইসাথে অটোরিকশার মালিক মাহিদুল ইসলাম কোতোয়ালি মডেল থানায় একটি চুরি সংক্রান্ত অভিযোগ করেন।তদন্ত কর্মকর্তা এসআই আল-আমীন তদন্তের এক পর্যায়ে, নিরলস পরিশ্রম ও বুদ্ধিদীপ্ত কৌশলে বাকেরগঞ্জ শর্ষী ফাড়ি এলাকা থেকে রং পরিবর্তন করা অবাস্থায় উক্ত অটোরিকশা উদ্ধার করেন ও একই উপজেলার ফরিদপুর ইউনিয়ন এর বাকরদা গ্রামের আক্কাস খানের বাড়ি থেকে গত ১০ জুলাই আসলাম ও তাঁর সহযোগী স্ত্রী খাদিজাকে গ্রেফতার করেন। অতঃপর দেয় তথ্যের ভিত্তিতে বহু নাটকিয়তার অবসান ঘটিয়ে খুনের সরঞ্জাম উদ্ধার করেন।
ব্যাপক জিজ্ঞাসাবাদে খুনি দম্পতি হত্যার দায় স্বীকার করে বলেন, ঐদিন বাকেরগঞ্জ থানাধীন রুমানকে রাঙামাটি নদীর পাড়ে নিয়ে অটোরিকশাটি আশি হাজার টাকায় বিক্রির কথা বললে রুমান বলেন, অটোরিকশা মালিকের সাথে কথা বলতে। একপর্যায়ে রুমানকে কিছু বুঝে উঠতে না দিয়ে ধারালো ছুরি দিয়ে জবাই করে পেট কেটে নদীতে ফেলে দেই।জিজ্ঞাসাবাদে আরও জানায়, উক্ত দম্পতি তিনমাস ধরে এ হত্যা পরিকল্পনা করে আসছিল।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com