কেন্দ্রীয় ছাত্রদলের সাধারন সম্পাদক সাঈফ মাহমুদ জুয়েলের উপর হামলার প্রতিবাদে বরিশাল সদর উপজেলার ছাত্রদলের বিক্ষোভ সড়ক অবরোধ।
বুধবার রাত ৮টায় নগরীর প্রান কেন্দ্র ব্যাস্ততম সড়ক অবরোধ বসে ও শুয়ে পড়ে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ প্রদর্শণ করে ছাত্রদল নেতৃবৃন্দ।
বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকন জানান, বুধবার বিকালে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারন সম্পাদক সাঈফ মাহমুদ জুয়েলের উপ নারায়নগঞ্জের আড়াই হাজার নামকস্থানে ছাত্রলীগের সন্ত্রাসীরা তার গাড়ি বহরে হামলা চালায়।
এসময় আরো বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করে অন্যানা কবির,লেলিন মোর্সেদ,আল-আমিন,অরিফ সিকদার,রাহাত,যুবায়ের সহ বিভিন্ন ছাত্রদল সদস্য।
পরবর্তী সময়ে সদররোড সড়কের দু’পান্তে যান-বাহন আটকা পড়ে জ্যামের সৃষ্টি হলে কোতয়ালী মডেল থানার ওসি অপরেশন বিপ্লব মিস্ত্রি,এস.আই হাসান ও এস,আই রিয়াজ সহ একদল পুলিশ এসে রাস্তায় বসে ও শুয়ে থাকাদের উঠে যেতে বাধ্য করেন। এক প্রর্যায়ে ছাত্রদল নেতৃবৃন্দ সড়ক অবরোধ তুলে নিয়ে চলে যায়।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com