নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর ১ নং ওয়ার্ডের পশ্চিম কাউনিয়া সোবাহান মিয়ার পুল এলাকা সংলগ্ন মাহমুদা ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি আসমা আক্তার নামে এক গৃহবধূ। অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় সোবাহান এর স্ত্রী আসমা আক্তার গত ২৭ তারিখ ডাঃ অজয় কুমার বিশ্বাস কে দেখালে তিনি বিভিন্ন রকম ওষুধ প্রেসক্রিপশন করে। পরে সেই ওষুধ সোবাহান মিয়ার পুল এলাকার রফিকুল ইসলাম এর মালিকানাধীন মাহমুদা ফার্মেসি থেকে সব ওষুধ ক্রয় করে। কিন্তু প্রেসক্রিপশনে উল্লেখিত ফিলওয়েল গোল্ড না দিয়ে সেন্টোজোন নামের একটি মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে দেয় যা খেয়ে গৃহবধূ কয়েকদিন অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে দ্রুত শেবাচিম হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে ওই গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী গৃহবধূর স্বামী সোবহান বলেন, আমার স্ত্রী ডাক্তার দেখিয়ে মাহমুদা ফার্মেসি থেকে প্রেসক্রিপশনে লিখিত সব ওষুধ ক্রয় করেছে এর মধ্যে একটি ওষুধ মেয়াদোত্তীর্ণ দিয়েছে যা খেয়ে আমার স্ত্রী অসুস্থ হয়েছে। আমি অভিযুক্ত ফার্মেসি মালিক এর বিচার চাই। এ বিষয়ে অভিযুক্ত ফার্মেসি মালিক রফিকুল ইসলাম বলেন, আমি কোন ওষুধ ঘুরিয়ে দেইনি এবং কোন ওষুধ মেয়াদোত্তীর্ণ দেয়নি।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com