নিজস্ব প্রতিবেদক :
সারা দেশের ন্যায় বরিশালেও ইলিশের অভয়াশ্রম গুলোতে মৎস্য অধিদফতর ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় আজ (৩ মার্চ) বুধবার বরিশালের হিজলা উপজেলা কোস্টগার্ডের বিসিজি স্টেশান টিম এর অভিযানে মাছ ধরার অপরাধে অবৈধ কারেন্ট জালসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন হিজলা কোস্টগার্ড স্টেশান কমান্ডার মোঃ মাহাবুব আলম।আটককৃতরা হলেন- মোঃ মতলব বেপারীর ছেলে আবুল হোসেন বেপারী (৩৫) ও আবু কালাম খাঁ’র ছেলে মোঃ রাজিব খাঁ (১৮) তাদের দুই জনের বাড়ি মেহেন্দীগঞ্জের লস্করপুর এলাকায়।কোস্টগার্ড স্টেশান কমান্ডার মোঃ মাহাবুব আলম জানান, অভয়আশ্রমে মাছ ধরার অভিযোগে বরিশালের হিজলা থানাধীন বিভিন্ন স্থানে বরিশাল কোস্টগার্ডের বিসিজি স্টেশান টিম অভিযান চালায়। এ সময় বরিশালের হিজলা থানা এলাকা মেঘনা নদী থেকে অবৈধ ১০ হাজার মিটার কারেন্ট জালসহ ২ জেলেকে আটক করা হয়।হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ জানান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত ২ জেলেকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় ।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com