স্টাফ রিপোর্টার :
বরিশালে লকডাউন বাস্তবায়নে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।আজ বুধবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯ টা থেকে বরিশালের বাণিজ্যিক এবং আবাসিক এলাকাগুলোতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ৫ ব্যবসাপ্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করেছেন জেলা প্রশসানের নির্বাহী ম্যাজিস্ট্রেট।বেলা সাড়ে ১২ টা পর্যন্ত বরিশাল নগরীর রুপাতলী, সাগরদি বাজার এবং শেরেবাংলা মেডিকেল কলেজের সম্মুখে এই অভিযান পরিচালনা করা হয়। এসময়
স্বাস্থ্যবিধি অমান্য করায় ৫ ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা বাবদ তাৎক্ষণিক তা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা।অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বিএমপির সদস্যরা। এছাড়া রোভার স্কাউটের সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com