স্টাফ রিপোর্টার : বরিশালে বিএনপির ৫ই নভেম্বরের সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনার পারদ ক্রমেই যেন চড়ছে। নগরীতে সমাবেশকে সফল করার জন্য বিএনপির মিছিলের কয়েক ঘণ্টার মধ্যে অর্ধসহস্রাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়েছে ছাত্রলীগ। যেকোন মূল্যে বিএনপির সমাবেশ সফল করার পণ, পরিবহন ধর্মঘটসহ নগরীতে আওয়ামী লীগের রাজপথ দখলের চেষ্টা, ঘরে ঘরে পুলিশের তল্লাশিকে কেন্দ্র করে নানা শংকায় ভুগছে সাধারণ মানুষ।
বুধবার বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে বিশাল এক মিছিল বের হয়। এ মিছিল থেকে সরকারের পদত্যাগ দাবি করে স্লোগান দেয়া হয়। এরপর দুপুরে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বরিশালের সমাবেশে জনস্রোতের আশাবাদ ব্যক্ত করা হয়। বিকালে গা ঝাড়া দিয়ে ওঠে আওয়ামী লীগ। মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্নার নেতৃত্বে নগরীর প্রধান সড়কগুলোতে ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া শুরু হয়। যদিও অপ্রীতিকর কিছু ঘটেনি। তারপরও এ মহড়ার কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহিরউদ্দিন স্বপন সাংবাদিকদের বলেন, ভোলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস আলীকে নৃশংসভাবে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
জহিরউদ্দিন স্বপন দাবি করেন, সরকারি দলের ক্যাডাররা সমাবেশ বানচাল করার জন্য হামলা, মামলা শুরু করেছে। চলছে বাড়ি বাড়ি পুলিশি তল্লাশি।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com