নূরে আলম জিকু
আগামীকাল বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এরই মধ্যেই ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যান। এছাড়া নগরীর বিভিন্ন পয়েন্টে শোভা পাচ্ছে পোস্টার-ফেস্টুন।
ওদিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন বিভাগীয় ৬ জেলার নেতা-কর্মী ও সাধারণ মানুষ। দীর্ঘদিন পর বিভাগীয় এই গণসমাবেশকে কেন্দ্র করে বিএনপির উজ্জীবিত নেতা-কর্মীরা।
স্থানীয়রা বলছেন, গত এক দশকে বরিশাল নগরীতে এমন পোস্টার-ফেস্টুন শোভা পায়নি। দেয়ালে, গাছের ডালে, বিদ্যুতের খুঁটিতে, দোকানপাটে সাঁটানো হয়েছে এসব পোস্টার-ব্যানার।
নেতা-কর্মীরা বলছেন, শনিবার বিএনপির বিভাগীয় সমাবেশে। তবে সরকার দলের বাঁধা উপেক্ষা করে বরিশালের সমাবেশস্থলে আসছেন তারা। একদিনের সমাবেশ তিনদিনের সমাবেশে পরিণত হয়েছে। আগে থেকেই নেতাকর্মীরা মাঠে অবস্থান নিয়েছেন। ক্ষণে ক্ষণে সরকারবিরোধী স্লোগান নিয়ে মাঠের ঢুকছেন বিভিন্ন জেলা থেকে আসা নেতা-কর্মীরা। তবে তাদের অভিযোগ সমাবেশে আসতে সরকার দলের নেতা-কর্মীদের তোপের মুখে পড়েছেন তারা।
পথে পথে বাঁধা ও হামলার শিকার হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ব্যক্তিগত যানবাহন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com