প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে বরিশালের অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ, বরিশাল নদী বন্দরের দুস্থ ও অসহায় কর্মহীন খেটে-খাওয়া ১০০০ নৌযান শ্রমিক,ঘাটের লেবার, কলম্যান, কুলি মজুর, হকারদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ৩১ মে সোমবার সকাল ১০ টায় নদী বন্দর ভবনের নিচে একহাজার কর্মহীন খেটে-খাওয়া দুস্থ ও অসহায় মানুষদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণের সময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
এসময় প্রত্যেকে ত্রাণ সামগ্রীর হিসেবে চাল, ডাল, আলু, পিঁয়াজ,লবন, তেল ইত্যাদি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক আজমল হুদা মিঠু সরকার, উপজেলা চেয়ারম্যান বরিশাল সদর ও সুন্দরবন লঞ্চের মালিক আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, নৌযান শ্রমিক নেতা হাশেম মাষ্টার,নৌযান শ্রমিক নেতা ইব্রাহিম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।উল্লেখ্য , ইতিপূর্বে ৩১ মার্চ এ বিআইডব্লিউটিএর পক্ষে ২০০ শ্রমিককে ত্রান বিতরণ করা হয়েছিল।
সারাদেশের বিভিন্ন নদী বন্দরে ১০,০০০ (দশ হাজার) নৌযান শ্রমিক সহ বিভিন্ন অসহায় মানুষকে বিআইডব্লিউটিএর চেয়রাম্যান কমোডর গোলাম সাদেক, বি.এন এর পক্ষে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে।
বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান বলেন দেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় করোনা ভাইরাস প্রতিরোধে আমরা সবাই মিলে কাজ করছি। সরকারের পাশাপাশি সবাই মিলে
এগিয়ে আসলে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এসে দাড়াতে পারবো।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com