ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় বরিশালে ১ হাজার ৫১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত খাবার, শিশুখাদ্য ও সুপেয় পানি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (২৩ অক্টোবর) রাতে বরিশালের জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, জেলার ১ হাজার ৫১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। যেখানে বিপদসংকেত পাওয়া মাত্র ২ লাখ ৪০ হাজার মানুষ আশ্রয় নিতে পারবেন। আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত খাবার, শিশুখাদ্য, সুপেয় পানি ও পরিচ্ছন্ন বাথরুমের ব্যবস্থা রাখা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার বলেন, রোববার বিকেলে বরিশাল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় সভা থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় জেলার সব উপজেলার ইউএনও এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। তাদের কর্মস্থল ত্যাগ করতে নিষেধ করা হয়েছে। এ ছাড়া দুর্যোগের সময় করণীয় বিষয়গুলো জানিয়ে মাইকিং করে সচেতনতামূলক বার্তা প্রচার করতে বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com