নিজস্ব প্রতিবেদক :
বরিশালে মাদক মামলায় গ্রেফতার শিক্ষানবিশ আইনজীবী রেজাউল ইসলাম রেজার পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৩ মার্চ) এই আদেশ দেন হাইকোর্ট।উল্লেখ্য, রেজা বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের হামিদ খান সড়কের বাসিন্দা ও ব্যবসায়ী ইউনুছ মুন্সীর ছেলে।তিনি জেলা আইনজীবী সমিতির সদস্য জাকির হোসেন মিন্টুর সঙ্গে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে প্র্যাকটিস করে আসছিলেন।মামলা থেকে জানা যায়, গত বছরের ২৯ ডিসেম্বর রাতে ডিবি কার্যালয়ে তাকে পেটানো হয়। এতে তিনি অসুস্থ হয়ে পরলে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।তবে এই আইনজীবী মৃত্যুর পুর্বে চিকিৎসকদের জানিয়ে গেছেন তিনি নিয়মিত শরীরের বিভিন্ন স্থানে নেশাজাতীয় ইনজেকশন পুশ করতেন। এ থেকে শরীরে ক্ষত সৃষ্টি হয় এবং সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছিল। এতেই তার মৃত্যু হয়েছে সাংবাদিকদের জানিয়েছিলেন শেবাচিমের চিকিৎসক।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com