নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকের পক্ষে মিছিল করায় মহানগর ছাত্রলীগের আহবায়ক রইস আহম্মেদ মান্নার নেতৃত্বে ওয়ার্ড নেতাকে পিস্তল ও রামদা ঠেকিয়ে প্রাননাশের হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় মহানগর ছাত্রলীগের আহবায়ক রইস আহম্মেদ মান্না ও তার ভাইসহ ১৭ জন নামধারী ও অজ্ঞাত আরো ১৫ জনের বিরুদ্ধে মহানগর পুলিশের কাউনিয়া থানায় জিডি করা হয়েছে। রোববার বিকেলে কাউনিয়া থানায় জিডি করা হয় বলে ওসি আব্দুর রহমান মুকুল জানিয়েছেন। অন্য অভিযুক্তরা হলেন রইস আহম্মেদ মান্নার ভাই রিসাদ আহমেদ, মিঠু, ফয়সাল বিন জাবেদ, রাজু, মুরাদ, ইমরান হোসেন সজীব, কশাই সেলিমের ছেলে কসাই মামুন, সম্পদ, শিশরী, রনি, বেল্লাল, সবুজ, মো. নুরু এর ছেলে ধলু সুমন, নগেন সুভ, বাবলু, বড় রনি।
এই ঘটনায় জিডি করেছেন নগরীর ২ নং ওয়ার্ড ছাত্রলীগের কর্মী মো. সোহাগ। সে নগরীর ২ নং ওয়ার্ডের জানুকি সিংহ রোডের মো. কাওছার শেখের ছেলে।
সোহাগ জানায়, সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের পক্ষে ২ নং ওয়ার্ডসহ কাউনিয়া এলাকায় কেউ প্রকাশ্যে প্রচার-প্রচারনা করতে সাহস পায় না। মহানগর ছাত্রলীগের আহবায়ক রইস আহম্মেদ মান্নার ভয়ে সকলে লুকিয়ে প্রার্থীর সাথে প্রচারনা করতো।
সোহাগ বলেন, শুক্রবার বিকেলে তার নেতৃত্বে জানুকি সিংহ রোড এলাকায় প্রকাশ্যে প্রচার-প্রচারনা করেন। এছাড়াও নৌকা প্রতীকে ভোট চেয়ে মিছিল করেছেন। এতে মহানগর ছাত্রলীগের আহবায়ক মান্না ক্ষুদ্ধ হয়।
সোহাগ জানায়, সাংগঠনিক কাজ শেষ করে শনিবার দিনগত রাত পৌনে একটার দিকে সঙ্গী সজীবুর রহমান ও সোহেল হাওলাদারকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। জানুকিং সিংহ রোডের ভুইয়া বাড়ী সংলগ্ন পৌছুলে মান্নার নেতৃত্বে নামধারী ১৭ জন ও অজ্ঞাতনামা আরো ২৫ জন এসে তাদের ঘিরে ধরে। তারা ঘাড়ের উপর রামদা ধরে অস্ত্র উচিয়ে মান্না হুমকি দেয় আমার চেয়ে বড় নৌকার কর্মী কে আছে? বেশি বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দেয় মান্না। তাই নিজের বড় ধরনের ক্ষতির আশংকায় জিডি করেছেন।
ওসি আব্দুর রহমান মুকুল বলেন, বিকেলে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com