বাসস : প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে বাকেরগঞ্জ পুলিশ সার্কেল কার্যালয় ভবন। নগরীর লাইন রোড কোতয়ালী মডলে থানা সংলগ্ন বাকেরগঞ্জ সার্কেল অফিস ভবন নির্মাণ কাজ প্রায় ৮০ ভাগ সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের স্বরাষ্ট মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীনে ও বাংলাদেশ সরকারের উন্নয়ন তহবিল (জিওবি)-এর অর্থায়নে এ প্রকল্পটি শুরু করা হয়েছে।
সূত্র আরো জানায়, টাইপ-১ অনুযায়ী ৬ তলা ভিতসহ ২ তলা বিশিষ্ট সর্বাআধুনিক প্রযুক্তি সম্পন্ন এ বাকেরগঞ্জ সার্কেল অফিস ভবনটি নির্মাণ করা হবে। প্রাথমিক পর্যায়ে ২ তলা বিশিষ্ট সার্কেল অফিস ভবনটিতে সকল প্রকার সিভিল, স্যনিটারী ও বৈদ্যুতিক কাজ সম্পন্ন করা হবে।
এ বিষয়ে বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: কামরুল হাছান বলেন, সর্বাআধুনিক প্রযুক্তি সম্পন্ন বাকেরগঞ্জ সার্কেল অফিস ভবনটির কাজ দ্রুত এগিয়ে চলছে। আশা করি আগামী ছয় মাসের মধ্যে নির্মাণাধীন প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মো: ফরহাদ সরদার বলেন, বাকেরগঞ্জ সার্কেল কার্যালয় থেকে জেলার বাকেরগঞ্জ ও বাবুগঞ্জ থানা ২টির পুলিশির সার্বিক র্কাযক্রম পরিচালনা করা হয়। সার্কেল অফিসের মাধ্যমে থানা ২টির সকল ক্যাম্প ফাঁড়ি এবং তদন্ত কেন্দ্র সমূহ নিয়মিত পরিদর্শর করা হয়। এছাড়া থানার সকল ফোর্স ও অফিসারদের সুযোগ সুবিধাসহ সকল প্রকার কার্যক্রম নিশ্চিত করা হয়।
তিনি আরো বলেন, নবনির্মিত বাকেরগঞ্জ পুলিশ সার্কেল কার্যালয় ভবনটিতে শীগ্রই নিজস্ব কার্যক্রম শুরু করতে পাড়লে পুলিশ সার্কেল সদস্যরা আরো বেশি শক্তিশালী হবে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com