স্টাফ রিপোর্টার || বরিশালের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার গাড়ি চালক শাহ আলম ফাঁস করলো আঞ্চলিক কর্মকর্তার বিভিন্ন প্রকল্পের দুর্নীতির খবর।গাড়ি চালক শাহ আলমের নিজ্ব গ্রাম ভোলায়।শাহ আলমের নিজের বিরুদ্ধে রয়েছে বেশ কিছু গুরুতর অভিযোগ।এর মধ্যে মদ খেয়ে গাড়ি চালিয়ে নগরীর চৌমাথায় দুর্ঘটনা ঘটানো,কলিগদের সাথে গালিগালাজ,জ্ঞাত বহির্ভূত সম্পদ কামাই,অবৈধভাবে কতৃপক্ষের অনুমতি না নিয়ে মাছের ঘের,গরুর ফার্মের ব্যবসা পরিচালনা,বিভিন্ন প্রার্থীদের কাছ থেকে নির্বাচনের সময় হলফনামায় তথ্যের ভুল ত্রুটি ধরিয়ে জিম্মি করে টাকা আদায়,নিয়োগ ও টেন্ডারে অফিসারদের নামে অর্থ আদায়সহ আরও বহু অভিযোগ।
গাড়ি চালক শাহআলমের দুর্নীতির বিষয়ে জানতে ফোন দিলে তিনি আঞ্চলিক কর্মকর্তা মো.আলাউদ্দিনের ঘুষ কেলেঙ্কারির বিষয় প্রতিবাদ জানিয়ে সে বিষয় লিখতে অনুরোধ করেন। তিনি বলেন ' আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন সাহেব নিয়োগ বাণিজ্য করেছেন সম্প্রতি। লাখ লাখ টাকা একটি ঠিকাদার কোম্পানি দিয়েছে আউটসোর্সিং ওই টেন্ডার বাগিয়ে নিয়ে।তার দুর্নীতি ঢাকতে আমার পিছে লোক লাগিয়েছেন।আমার সম্পত্তি আমি তো স্বীকার করেছি এগুলো।'
সনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো.নুরুল আলম বলেন 'কিছু ঘটনা শুনেছি আগেও।ওকে মাফ করে দেয়া যায় কিনা দেখেন,সংবাদ প্রকাশের খুব দরকার না হলে দরকার নেই করার ভাই'
এ বিষয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন বলেন' আউটসোর্সিং এর একটি নিয়োগ হয়েছে।তবে আমি কোন ঘুষ নেইনি।শাহআলমের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে।মাতাল অবস্থায় শুনেছি গাড়ি দুর্ঘটনা ঘটিয়েছে।বাকিটা আজ জানলাম,ব্যবস্থা নেবো।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com