আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় অভিযুক্ত আসামি মুন্না মোল্লাকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে থানা পুলিশ। মুন্না ওই উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে।
নির্যাতিতা জানান, সুজনকাঠী গ্রামে ভাড়া বাসায় তার বসবাস। পাশ্ববর্তী বাড়ির মুন্নার অবাধ যাতায়াত ছিল তাদের ঘরে। এ কারণে বিভিন্ন সময় মুন্না তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় ভয়ভীতি প্রদর্শন করে মুন্না জোরপূর্বক তাকে তার ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণ করে তাকে।মামলার তদন্ত কর্মকর্তা আগৈলঝাড়া এসআই নাসির উদ্দিন জানান, ১০মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত মুন্না তার বন্ধু ও এক নারীর সহযোগীতায় ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় গত রবিবার রাতে ধর্ষিতার মা বাদী হয়ে মুন্না ও তার চার সহযোগীদের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com