নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সলদি গ্রামের এক নারীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টাকালে সালাউদ্দিন ঢালী (৩৫) নামের এক ব্যক্তিকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা। গত মঙ্গলবার রাত ১১টার দিকে ওই গ্রামের জলিল ঢালীর ছেলে সালাউদ্দিনকে আটক করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।স্থানীয়রা জানায়,সালাউদ্দিন ওই গ্রামের এক নারীর ঘরে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করে। ওই নারীর চিৎকারে প্রতিবেশীরা সালাউদ্দিনকে হাতেনাতে ধরে বেদম মারধর করে।পরে তাকে থানা পুলিশে সোর্পদ করে।
ঘটনাস্থল পরিদর্শনকারী মেহেন্দিগঞ্জ থানার এসআই নাসির উদ্দিন জানান, সালাউদ্দিনকে স্থানীয়রা মারধর করে হাত ও পা বেঁধে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সালাউদ্দিনকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এ ঘটনায় যৌন হয়রানীর শিকার ওই নারী বাদী হয়ে থানায় একটি ধর্ষন চেষ্টার মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জ থানার ওসি আবিদুর রহমান।আটক সালাউদ্দিনের বিরুদ্ধে পুলিশের উপর হামলা সহ বিভিন্ন অপরাধে থানায় অন্তত ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com