স্টাফ রিপোর্টার : নারীর আর্থ-সামাজিক স্বনির্ভরতার লক্ষ্যে বরিশাল নারী ঐক্য পরিষদ, বরিশাল নগরীর জগদীশ সারস্বত গালর্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ১৪ দিন ব্যাপী ব্লক বাটিক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
মঙ্গলবার এ প্রশিক্ষণ কোর্র্সের উদ্বোধন করেন সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক স্বপন কুমার মুখার্জি । এতে স্বাগত: বক্তব্য দেন কোর্স পরিচালনা কমিটির আহব্বায়ক তানিমা রহমান খান।
বেগম ফয়জুন নাহার শেলীর ( সভাপতি নারী ঐক্য পরিষদ, বরিশাল শাখা) সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী পরিষদ বরিশাল শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
প্রশিক্ষণের প্রধান অতিথি তার উদ্বোধনী বক্তব্যে পরিষদের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বর্তমান সরকার নারীর আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক জোর দিয়েছেন এবং এই লক্ষ্যে বিভিন্ন কর্মমুখী পরিকল্পনা গ্রহণ করেছেন। আমরা বিশ্বাস করি দেশে জনগোষ্ঠীর অর্ধেক নারী । তাই এই নারী আর্থ-সামাজিকভাবে স্বনির্র্ভর হলে নিজের পাশাপাশি দেশের আর্থ-সামাজিক কাঠামোতেও ব্যাপক পরিবর্তন আসবে এবং মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথে দেশ আরেক ধাপ এগিয়ে যাবে।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেসমিন নাহার, সাধারণ সম্পাদক, নারী ঐক্য পরিষদ, বরিশাল শাখা।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com