স্টাফ রিপোর্টার: বরিশাল নগরীতে দায়িত্বপালনকালে ট্রাফিক সার্জেন্ট কাওসার হামিদের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে তার ইউনিফর্ম ছিড়ে যায় এবং গুরুতর আহত হয়ে পড়েন। শনিবার বিকেলে নগরীর আমতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এরপরে উপায়ান্তর না পেয়ে থানা পুলিশকে খবর দেন সার্জেন্ট কাওসার হামিদ।
বিএমপি ট্রাফিকের সার্জেন্ট কাওসার হামিদ জানান, রূপাতলী এলাকায় শ্রমিক-ছাত্র অসন্তোষের জেরে গাড়ি ভাংচুরের আশংকায় সেদিন আমতলা মোড় থেকে সকলকে না যাবার জন্য অনুরোধ করা হচ্ছিল। এ সময় দুজনকে বাধা দিলে তারা রাস্তার মধ্যে হোন্ডা আড় করে রাখে এবং উচ্চবাচ্য করতে থাকে। এতে রাস্তায় ভীড় জমে গেলে আমরা হোন্ডাটি বক্সের কাছে নিয়ে যাই। বক্সের ভিতরে ঢুকে ঐ দুজন আমার উপরে অতর্কিত হামলা চালায়, এতে আমার ইউনিফর্ম ছিড়ে যায় এবং আমি আহত হয়ে পড়ি। এরপর থানা পুলিশ এসে নিয়ে যায়। পরে বিষয়টি তাদের সাথে সমাধান হয়।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com