রোজা শরীফ :
বরিশালে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল বের করা হয়েছে। মঙ্গলবার (০৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নগরের নতুন বাজার এলাকা থেকে পাক পাঞ্জাতন পরিষদ বরিশালের উদ্যোগে এই মিছিল বের করা হয়। এ সময় তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা ইয়া হাসান,ইয়া হোসেন বলে স্লোগান দিতে থাকেন। মিছিলের শুরুতে একটি বর্ণাঢ্য তাজিয়া নিয়ে যাওয়া হয়। এছাড়া বাদ্য বাজনাসহকারে প্ল্যাকার্ড ও নানা রঙের পতাকা আহন করা হয়।পাক পাঞ্জাতন পরিষদের সভাপতি মো. বাদশা ফকিরের নেতৃত্বে তাজিয়া, বিভিন্ন ধর্মীয় স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন, কালো ও বিভিন্ন রঙেন পতাকা নিয়ে মিছিলটি আগুরা রোড, সদর রোড, হাসপাতাল রোড হয়ে আবার নতুন বাজার গিয়ে শেষ হয়।
অপরদিকে মিছিল দেখতে উৎসুক জনতা রাস্তার দুপাশে ভিড় জমায়। তবে নগরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা মিছিলের সঙ্গে অবস্থান করছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com