বরিশালে টাকা চুরির অভিযোগে গৃহকর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে এক মুদি ব্যবসায়ী ও তার স্ত্রীর বিরুদ্ধে। খবর পেয়ে ভুক্তভোগীর ভাই তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন, মুদি ব্যবসায়ী শফিকুল ইসলাম ও তার স্ত্রী তন্নি আক্তার। তারা ওই এলাকার এলাকার ছায়াবিথী ভবনে ভাড়া থাকেন।
হাসপাতালে চিকিৎসাধীন গৃহকর্মী বলেন, আমি প্রতিদিন সকালে ওই বাসায় কাজ করতে যাই। শনিবার সকালে কাজ শেষে বাসায় ফেরার সময় ড্রয়ারে রাখা টাকা চুরি করেছি বলে আমাকে ধরে। আমি অস্বীকার করায় দুইজনে মিলে আমাকে চড় মারে, জুতা দিয়ে পেটায়। রান্নাঘরে গেলে সেখানে থাকা বটি দিয়ে শফিকুল আমার মাথায় কোপ দেয়। খবর পেয়ে ভাই এসে আমাকে হাসপাতালে ভর্তি করে।
এদিকে, শফিকুলের ভাই জহির উদ্দিন লিটু দাবি করেছেন, তার ভাইয়ের ড্রয়ার থেকে সাড়ে ১৪ হাজার টাকা চুরি হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও মোবাইলফোনে ধারণ করা আছে। সেখানে দেখা গেছে, ড্রয়ার থেকে জেসমিন টাকা নিচ্ছেন। এজন্য জেসমিনের কাছ থেকে ওই টাকা ফেরত চাওয়া হয়। কিন্তু জেসমিন স্বীকার করেননি। এসময় রেগে শফিকুল ও তন্নি তাকে চড়-থাপ্পড় মারেন। এর পরপরই জেসমিনের ভাই রাসেল এসে তাদের জেলে দেবেন বলে হুমকি দেন। রাসেল রান্নাঘর থেকে বটি এনে বোনের মাথায় কোপ দিয়ে বিষয়টি ঘোলাটে করেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com