নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালে চোরাই মালামাল সহ দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি চোরাই সেলো পানির সেচ মেশিন ও পাঁচ বান চোরাই ঢেউটিন উদ্ধার করেন তারা।গতকাল মঙ্গলবার (২৬ মে) রাতে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ সদর উপজেলার শোলনা এলাকায় গ্রেফতারকৃত চোরদের বাড়ি থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলো- শোলনা এলাকার বাসিন্দা মৃত আইয়ুব আলী খানের ছেলে মো. রেদোয়ানুল ইসলাম (৩৩) ও মো. ইয়াছিন খান (২৮)।এয়ারপোর্ট থানা পুলিশ জানিয়েছে, গত ৩ মে ২৮ হাজার টাকা মূল্যের পানি সেচ মেশিন ও টিন চুরির অভিযোগে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়। যার নম্বর -০৯ (৫)২০।এর সূত্র ধরে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুল হক এর নেতৃত্বাধিন থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে চোরাই মালামাল এবং চুরির অপরাধে সহোদরকে গ্রেফতার করে। আজ বুধবার তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com